আমার অভিধানে 'অসম্ভব' নামে কোন শব্দ নেই। - নেপোলিয়ন বোনাপার্ট
নেপোলিয়ন বোনাপার্ট তাঁর ষাট হাজার সৈন্য নিয়ে যাত্রা আরম্ভ করলেন অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে। সামনে দেখা হল আল্পস পর্বতমালার সাথে। তিনি তাঁর প্রকৌশলীদের পাঠালেন এই বিপদসঙ্কুল রাস্তায় পথ খুঁজে বের করতে। পথটি ছিল আল্পস পর্বতমালার গ্রেট সেন্ট বার্নার্ড পাস, বর্তমান সুইজারল্যান্ডে অবস্থিত।
নেপোলিয়ন : এই রাস্তা কি অতিক্রম করা সম্ভব?
প্রকৌশলীরা অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে : হয়তো সম্ভব।
নেপোলিয়ন (দ্বিধাহীনভাবে) : তবে, সামনে চল।
ইংল্যান্ড ও অস্ট্রিয়ার সেনাপতিরা হেসে খুন। বলে কী! আল্পস পাড়ি দিবে। তাও আবার ষাট হাজার সৈন্য, সরঞ্জাম, ভারী গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ। এদিকে জেনোয়া শহর অবরোধ করে রেখেছে অস্ট্রিয়ার সেনারা। কমান্ডার আন্দ্রে ম্যাসেনা প্রতিপক্ষ সেনাদের অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছে। নেপোলিয়ন বিপদের দিনে তাঁর বন্ধুদের পাশে থাকবেন না তা কি হয়।
অতঃপর এই 'অসম্ভব' কর্ম যখন সম্পন্ন হয় তখন কিছু কিছু মানুষ একে দেখে বলল এ কাজ তো বহু আগেই করা সম্ভব ছিল। আর কিছু মানুষ অজুহাত বের করল যে এ ধরনের কাজ আসলে অনতিক্রম্য। অনেক সেনাপতিরই পর্যাপ্ত খাদ্য সরবরাহ ছিল, যন্ত্রপাতি, যানবাহন ও সাহসী সৈন্য ছিল। কিন্তু তাদের সকলের মধ্যে যে জিনিসের অভাব ছিল তা হচ্ছে বোনাপার্টের মতো সঙ্কল্প ও দৃঢ়তা। সামনে কঠিন সমস্যা দেখে তিনি সঙ্কুচিত হননি, বরং তাঁর সুযোগকে তৈরি করতে সাহস নিয়ে এগিয়ে গেলেন।
সুযোগ পাওয়া যায় না, তৈরি করতে হয়। ইতিহাসে এমন শত শত ঘটনা আছে যেখানে মহান পুরুষরা তাদের সুযোগ নিজেরাই তৈরি করেছেন। তাঁদের কারও পথই মখমলের চাদরে আবৃত ছিল না। প্রত্যেকেই একের পর এক ভয়ানক সব বিপদের সামনে পড়েছেন। তারা সাহস নিয়ে এগিয়ে গেছেন এবং সমস্যাকে সুযোগে পরিণত করে লাভবান হয়েছেন।
তথ্যসূত্র :
১। https://www.sms-bangla.com/নেপোলিয়ন_বোনাপার্টের_উক্তি
২। https://bani.com.bd/author/226/
৩। https://en.wikipedia.org/wiki/Siege_of_Genoa_(1800)
৪। https://en.wikipedia.org/wiki/Bonaparte_Crossing_the_Alps
৫। https://en.wikipedia.org/wiki/Napoleonic_Wars#War_between_Britain_and_France
৬। https://bn.wikipedia.org/wiki/নেপোলিয়ন_বোনাপার্ট
৭। https://bn.wikipedia.org/wiki/নেপোলীয়_যুদ্ধ
৮। https://www.youtube.com/results?search_query=The+Little+Corporal
৯। https://bn.wikipedia.org/wiki/গিরিপথ
১০। https://en.wikipedia.org/wiki/Great_St_Bernard_Pass