বইমেলা ২০২৫:
গতকাল লেখক বলছি মঞ্চে এক কবিকে এক বক্তা প্রশ্ন করলেন, কবিতা কেন পড়ব? মানে, কবিতা পড়লে তো আমি চাকরিতে প্রমোশন পাবো না? টাকা পাবো না? তাহলে কেন পড়ব?
এর জবাব খুঁজতে গিয়ে আমি ৩টি কথা বলব।
১। কবিতা একজন মানুষের চাপা আবেগ অনুভূতিকে ভাষা দেয়। আমরা অনেক সময় নানা পরিবেশ, পরিস্থিতি, ঘটনার কারণে ত্যাক্ত-বিরক্ত হই। সেই অনুভূতি কবিতা ভাষা দেয়।
২। কবিতা মানসিক প্রশান্তি দেয়।
৩। কবিতা একজন মানুষের চিন্তা ও কল্পনাকে তার বাস্তবতার সীমা অতিক্রম করতে সাহায্য করে। অনেকটা কমফোর্ট জোনের বাইরে বের হতে সাহায্য করে।
কবিতা আরও অনেক কাজ করে। সেগুলো যে কবিতা পড়বে তাকেই খুঁজে বের করতে হবে। যাইহোক এসব পড়তে পড়তে আমিও একটি কবিতা লিখলাম:
Something and Nothing.
Something you can touch, something you feel,
Something so distant, yet somehow real.
Something you grasp, yet slips through the air,
Just because you can't see it—doesn't mean it's not there.
Something you hear, something you crave,
Echoes of voices, the silence so brave.
Something you see, something unseen,
Yet in the void, a meaning between.
Something you speak, something unspoken,
Words left unsaid, a heart left broken.
Something you love, something you chase,
Yet life feels unfair—an endless race.