5 Steps to Fix Any Problem at Work | Anne Morriss | TED, (টেড টক) থেকে কী শিখলাম:
1. সোমবার: তোমার কাজ হচ্ছে তোমার আসল সমস্যা খুঁজে বের করা। সমস্যাকে শুধু বর্ণনা না করে, প্রশ্ন করো। আমার জেন-জি কর্মচারীরা ভালোভাবে কাজ করে না। এটা না বলে প্রশ্ন করো, আমার জেন-জি কর্মচারীরা কেন ভালোভাবে কাজ করে না?
2. মঙ্গলবার: তোমার সমস্যা সমাধানের জন্য একটা স্মার্ট এক্সপেরিমেন্ট করা।
3. বুধবার: নতুন বন্ধু বানাও, নতুন বন্ধুদের সাথে আগের দিনের পরিকল্পনা নিয়ে কথা বলো। এতে করে নতুন কোন সমাধান পেত পারো।
4. বৃহস্পতিবার: স্টোরি টেলিং ডে। গল্প বলো। সমস্যা সমাধান এবং সেটা করতে গিয়ে কী কী সমস্যার মুখোমুখি হয়েছ তা বলো।
5. শুক্রবার: নিজের মধ্যে কাজ করার একটা তাড়া আনো। নিজেকে বলো, কাজটা দ্রুত শেষ করতে হবে। এই কাজ করার তাড়া তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
তথ্যসূত্র: 5 Steps to Fix Any Problem at Work | Anne Morriss | TED