মুসলিম ফারায়েজের সাধারণ কয়েকটি নিয়ম:
১। মৃত সন্তানের সম্পত্তিতে পিতার অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে পিতা সম্পত্তির ১/৬ অংশ পাবে, তবে পুত্র সন্তান না থাকলে পিতা অন্যান্য শরীকদের বাদে অবশিষ্ট ভোগী হিসেবে সমূদয় সম্পত্তি পাবে।
২। মৃত সন্তানের সম্পত্তিতে মাতার অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে মাতা সম্পত্তির ১/৬ অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে মাতা সম্পত্তির ১/৩ অংশ পাবে। কিন্তু মৃত ব্যক্তির দু ইবা ততোধিক ভাই-বোন থাকলেও মাতার অংশ বর্ধিত হবে না।
৩। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্বামীর অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে স্বামী সম্পত্তির ১/৪ অংশ পাবে, আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্বামী সম্পত্তির অংশ ১/২ সম্পত্তি পাবে।
৪। মৃত ব্যক্তির সম্পত্তিতে স্ত্রীর অংশ: মৃত ব্যক্তির সন্তান থাকলে স্ত্রী সম্পত্তির ১/৮ অংশ পাবে। আর মৃত ব্যক্তির সন্তান না থাকলে স্ত্রী সম্পত্তির ১/৪ অংশ সম্পত্তি পাবে (একাধিক স্ত্রী থাকলেও সম্পত্তির ১/৮ অংশ বা সম্পত্তির ১/৪ অংশই সমান ভাগে ভাগ করে নিবে)।
৫। মৃত পিতা-মাতার সম্পত্তিতে পুত্রের অংশ: পিতা-মাতার সম্পত্তিতে পুত্র আসাবা বা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। অর্থাৎ যুবিল ফুরুযদের অংশ বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তিতে এক বা একাধিক পুত্র অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পাবে। আর যুবিল ফুরুযদের অনুপস্থিতিতে পুত্রই ১ (ষোল আনা) সম্পত্তি পাবে।
৬।
তথ্যসূত্র: জরিপ বিজ্ঞান ও সার্ভেয়িং। মো: সালাহউদ্দিন সরদার।