শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

Pleasure principle তথা আনন্দ নীতি

Pleasure principle তথা আনন্দ নীতি হচ্ছে মানুষ আনন্দ খোঁজে এবং কষ্ট থেকে দূরে থাকতে চায়। একে মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড বলেছেন প্লেজার প্রিন্সিপাল তথা আনন্দ নীতি। ফ্রয়েড ১৮৯৫ সালে Project for a Scientific Psychology শিরোনামে একটি বই প্রকাশ করেন। উক্ত বইয়ে এই নীতি নিয়ে আলোচনা করেন। এরপর ১৯০০ সালের দিকে The Interpretation of Dreams বইয়েও "Pleasure principle" শিরোনামে আনন্দ নীতির বর্ণনা রয়েছে। এরপর ১৯১১ সালে  Two Principles of Mental Functioning বইয়ে প্লেজার প্রিন্সিপালের বিপরীতে আরেকটি নীতি দাঁড় করান "the reality principle" তথা বাস্তবতা নীতি। এই প্রথম ফ্রয়েড pleasure unpleasure principle নিয়ে কথা বলেন। আনন্দ নীতিকে লিবিডোর সাথে যুক্ত করে বলেন, এটা আমাদের জীবনের মূল প্রেরণাদায়ী শক্তি। এমনকি জীবনের শেষ প্রান্তে এসে Civilization and Its Discontents বইয়েও আনন্দ নীতিকে সমর্থন করে বক্তব্য দিয়ে যান।

ফ্রয়েডের আনন্দ নীতির পূর্বোক্ত বক্তা ছিলেন এপিকিউরাস এবং জেরেমি বেন্থাম।

মানুষ মূলত স্বার্থপর প্রাণী। সে আনন্দ খোঁজে এবং কষ্ট থেকে দূরে থাকতে চায়। এই বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্যই এত তথ্যসূত্র দেওয়া।

তথ্যসূত্র: https://en.m.wikipedia.org/wiki/Pleasure_principle_(psychology)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন