শিল্প-সাধনা আসলে একধরনের তান্ত্রিক সাধনারই ফলিত প্রকাশ রূপ । কথাটা শুনলে কেউ কেউ ক্ষুব্ধ হতে পারেন , কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীর দৃষ্টি প্রয়োগ করে বিষয়টি বিচার করলে সে ভুলটা অতি সহজে ঘুচে যাবে । তান্ত্রিক বাউল এমনকি সুফি সাধকেরাও বিভিন্নভাবে শরীরের গতি নিয়ন্ত্রণ করে ঊর্ধ্বায়িত করার সাধনা করেন । শিল্পীর কাজও অনেকটা সেরকম । তবে তিনি সজ্ঞানে বোধ করতে চান যে সে সাধনাটিই তিনি করছেন । শিল্পী একটা বিশেষ ছবি আঁকতে চান , কবিতা লিখতে চান , তাতে মনের বিশেষ ভাব-অনুভাবগুলো জ্বালিয়ে তুলতে চান। এই বিশেষ ছবি আঁকতে গিয়ে , বিশেষ কবিতা লিখতে গিয়ে তাঁকে সর্বপ্রথম নিজের অস্তিত্বের বিপক্ষে যেতে হয়। >>আহমদ ছফা