উক্তি অভিধান

১। মানুষ তাদের অবস্থা পরিবর্তনে আগ্রহী কিন্তু তারা নিজেদের পরিবর্তন করতে অনিচ্ছুক। আর তাই তারা একটি গণ্ডিতেই আবদ্ধ রয়ে যায়। যে ব্যক্তি আত্মবিসর্জনে ভয় পায় না, সে যেকোনো লক্ষ্য অর্জন করতে পারে। স্বর্গীয় ও পার্থিব, উভয় ক্ষেত্রে কথাটি সত্য। এমনকি যে ব্যক্তির একমাত্র উদ্দেশ্য সম্পদ অর্জন, তাকেও নিজের উদ্দেশ্য পূরণের জন্য অনেক ব্যক্তিগত ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। তাহলেই সে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল জীবন লাভ করতে পারবে। - জেমস অ্যালেন


২। টনি গ্যাসকিন্স বলেন: আপনি যদি আপনার স্বপ্ন তৈরির জন্য কাজ না করেন, তবে অন্য কেউ আপনাকে তাদের স্বপ্ন পূরণের জন্য ভাড়ায় খাটাবে।


৩। আশা নিয়ে বাঁচতে হলে আপনার আশেপাশে দরকার আশাবাদী মানুষ। আর তারা যদি আপনার বন্ধু হয় তবে তো সোনায় সোহাগা। প্রাণের বন্ধু খোঁজার পরামর্শ দিয়েছেন খ্যাতিমান লেখক মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)। তিনি বলেন, বন্ধুর জন্য মারা যাওয়াটা সমস্যা না, সমস্যা হচ্ছে এমন একজন বন্ধু খুঁজে পাওয়া যার জন্য মরাও উত্তম।


৪। যত ধরনের মহান অর্জন আছে সবকিছুই সংগ্রাম করে অর্জন করতে হয়েছে। অনেক চেষ্টা, অধ্যবসায় ও সংগ্রাম থেকেই মহান সব কৃতিত্বসম্পন্ন কাজের জন্ম ঘটেছে। - নেপোলিয়ন হিল


৫। ‘তুমি দুনিয়াতে কেবল কোনোরকম জীবনযাপনের জন্য আসনি। তুমি দুনিয়াতে এসেছ তোমার বড় বড় স্বপ্ন নিয়ে, মানুষের জন্য ভালো কিছু করার আশা নিয়ে এবং বড় বড় কৃতিত্বসম্পন্ন কাজ করে একে কানায় কানায় পরিপূর্ণ করে দিতে। তুমি এসেছ দুনিয়াকে সমৃদ্ধ করতে। তুমি যদি এ বার্তা ভুলে যাও তবে তুমি নিঃস্ব হয়ে পড়বে।’—আমেরিকার প্রেসিডেন্ট উইড্র উইলসন (বই: টিমওয়ার্ক ১০১)


৬। ❝সাহস মানে ভয় বা হতাশার অনুপস্থিতি নয়; সাহস মানে হচ্ছে ভয় বা হতাশা যত বড় বা অপ্রতিরোধ্যই হোক না কেন তা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা।❞ - রবার্ট ফ্যানি


৭। বুদ্ধ বলেন: ❝জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ তুমি সেসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো; ততক্ষণ অবধি সেসবের কোন মূল্যই নেই।❞


৮। আমাদেরকে কাজ করার মধ্য দিয়ে শিখতে হবে। আলবার্ট আইনস্টাইন বলেন, ❝যে কখনও ভুল করেনি, সে কখনও নতুন কিছু করার চেষ্টাই করেনি ।❞ তিনি আরও বলেন, ❝কোনকিছু না করলে এ জগতে কিছুই নড়বে না।❞


৯। সাফল্য তাদের কাছে আসে যারা আরম্ভ করার দুঃসাহস করে।


১০। জ্যাক ক্যানফিল্ড বলেন, মন্দ অভ্যাসগুলো পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই সাফল্যমণ্ডিত আদর্শ চরিত্রগুলোকে বিশ্লেষণ করতে হবে এবং শিক্ষা গ্রহণ করতে হবে।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন