উক্তি - বাংলায় বুদ্ধের উক্তি

বুদ্ধের উক্তি:

ছবিসূত্র: https://bn.wikipedia.org/wiki/গৌতম_বুদ্ধ


১।

অতীতে ডুবিয়া থাকিও না

ভবিষ্যতের স্বপ্ন বুনিও না

বর্তমান মুহূর্তে মন দাও। - বুদ্ধ


২।

আর কেহ যদি

ভালো কাজ নাও করে

একলা আমি করিব।


যদি আর সকলে

মন্দ কাজও করে

একলা আমি করিব না। - বুদ্ধ


৩।

যখন সব ঠিকঠাক চলিতেছে,

সচেতন থাক

দুর্বিপাক সম্পর্কে


যখন সম্পদশালী,

সচেতন থাক

গরিবানা সম্পর্কে


যখন সোহাগ পাইতেছ,

সচেতন থাক

সুবিবেচনা সম্পর্কে


যখন ভক্তি কুড়াইতেছ,

সচেতন থাক

অপমান সম্পর্কে। - ‍বুদ্ধ


৪।

শান্তি আসে

অন্তর্দেশ হইতে।


বহির্দেশে

ইহার তালাশ করিও না। - বুদ্ধ


৫।

জয় কর


উদারতা দিয়া লোভ-লালসাকে

দয়ামায়া দিয়া রাগকে

বোধশক্তি দিয়া অবিদ্যাকে। - বুদ্ধ


তথ্যসূত্র: বুদ্ধের হৃদয়। আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান অনূদিত। ঢাকা, আগামী প্রকাশনী, মধুপোক, ২০১৮।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন