বুদ্ধের উক্তি:
ছবিসূত্র: https://bn.wikipedia.org/wiki/গৌতম_বুদ্ধ
১।
অতীতে ডুবিয়া থাকিও না
ভবিষ্যতের স্বপ্ন বুনিও না
বর্তমান মুহূর্তে মন দাও। - বুদ্ধ
২।
আর কেহ যদি
ভালো কাজ নাও করে
একলা আমি করিব।
যদি আর সকলে
মন্দ কাজও করে
একলা আমি করিব না। - বুদ্ধ
৩।
যখন সব ঠিকঠাক চলিতেছে,
সচেতন থাক
দুর্বিপাক সম্পর্কে
যখন সম্পদশালী,
সচেতন থাক
গরিবানা সম্পর্কে
যখন সোহাগ পাইতেছ,
সচেতন থাক
সুবিবেচনা সম্পর্কে
যখন ভক্তি কুড়াইতেছ,
সচেতন থাক
অপমান সম্পর্কে। - বুদ্ধ
৪।
শান্তি আসে
অন্তর্দেশ হইতে।
বহির্দেশে
ইহার তালাশ করিও না। - বুদ্ধ
৫।
জয় কর
উদারতা দিয়া লোভ-লালসাকে
দয়ামায়া দিয়া রাগকে
বোধশক্তি দিয়া অবিদ্যাকে। - বুদ্ধ
তথ্যসূত্র: বুদ্ধের হৃদয়। আবুল খায়ের মোহাম্মদ আতিকুজ্জামান অনূদিত। ঢাকা, আগামী প্রকাশনী, মধুপোক, ২০১৮।