আপনার সিদ্ধান্ত এবং কাজের সফলতার পরিমাপক হলো, ‘কাজটি কি সফল হলো?’ আপনার চিন্তা অনুযায়ী যেই কাজ করলেন, তা কি আপনাকে নিজের লক্ষ্য কিংবা স্বপ্নের কাছে নিয়ে যেতে পেরেছে?
দুটি নীতি মানুষকে ব্যক্তিগত জীবন, রাজনীতিত ও আন্তর্জাতিক বিষয়ে ভুল করতে হতে বাধ্য করে:
১। ল অফ আনইন্টেন্ডেড কন্সিকোয়েন্সেস তথা অনিচ্ছাকৃত ফলাফল নীতি (Law of Unintended Consequences)
২। ল অফ পারভার্স কন্সিকোয়েন্সেস তথা বিপথগামী ফলাফল নীতি (Law of Perverse Consequences)
অর্থনীতিবিদ হেনরি হ্যাজলিট তার কালজয়ী ইকোনমিক্স ইন ওয়ান লেসন বইতে লিখেছেন যে মানুষ স্বার্থান্বেষী তার প্রতিটি কাজই নিজের অবস্থা উন্নয়নের প্রচেষ্টা মাত্র। মানুষ সবসময়ই নিজের ইচ্ছাপূরণের সবচেয়ে সহজ ও দ্রুত উপায় খোঁজে, কিন্তু সেই উপায়গুলো অবলম্বনের ফলে পারিপার্শ্বিক তথা সেকেন্ডারি বা টারশিয়ারি ফলাফল কী হতে পারে তা চিন্তা করে না।
হ্যাজলিট আরও বলেন, কোনো কাজের কাঙ্ক্ষিত ফলাফল সবসময়ই পূর্বের অবস্থার উন্নতি ঘটায়। এই উন্নয়ন হলো প্রধান বা প্রাইমারি ফলাফল, যা ছিল কাম্য। এটি সবসময়ই ইতিবাচক। সব কাজই কোনো না কোনো ধরনের উন্নয়নের লক্ষ্যেই করা হয়ে থাকে।
তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।