আপনার ভেতরে থাকা আবদ্ধ সম্ভাবনাকে মুক্ত করুন

হার্ভার্ডের উইলিয়াম জেমস লিখেছিলেন, ‘আমার প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার জীবন বদলাতে পারে।’


আপনার একটি অসাধারণ মস্তিষ্ক আছে। আপনার মস্তিষ্কে ১০ হাজার কোটি কোষ আছে, যার প্রতিটি কোষ আরও প্রায় ২০ হাজার গ্যাংগলিয়া ও নিউরনের সাহায্যে সংযুক্ত। অর্থাৎ আপনার মস্তিষ্ক ১০ হাজার কোটির ২০ হাজার গুণ চিন্তা করতে সক্ষম।

মস্তিষ্ক বিশেষজ্ঞ টনি বুযানের মতে এর অর্থ হলো আপনার চিন্তাক্ষমতা ১ এর পরে ৮ পৃষ্ঠা ভর্তি ০ বসালে যত সংখ্যা হয় তার সমান। অর্থাৎ আপনি মহাবিশ্বে যত অণু আছে তার চেয়েও বেশি সংখ্যক চিন্তা করতে সক্ষম।

তাহলে প্রশ্ন হলো, ‘আপনি কীভাবে এই মহাশক্তিশালী মস্তিষ্ক নামক সুপার কম্পিউটারটিকে কাজে লাগাচ্ছেন?’

এখনই, এই মুহূর্তে, যেকোনো লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অর্জনের ক্ষমতা আপনার আছে। নিজের মস্তিষ্ক ব্যবহার করে আপনি যেকোনো চিন্তা, পরিকল্পনা বা সৃষ্টি করতে পারেন। আপনি আশ্চর্য দক্ষতার সাথে, সূক্ষ্মভাবে যেকোনো সমস্যার সমাধান এবং বাধা থেকে উত্তরণের পথ বের করে নিজের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করতে পারেন।

আপনার মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে, একশবার জন্ম নিলেও এর ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারবেন না।

তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন