লেখক পরিচিতি: জেফ কেলার (Jeff Keller)


জেফ কেলার (Jeff Keller)

লেখক জেফ কেলার নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই একজন ভালো ছাত্র ছিলেন, কিন্তু তাঁর মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। আর তিনি বড়ই লাজুক ছিলেন। বড় হয়ে তিনি একজন উকিল হবেন বলে স্থির করেন। কলেজ শেষ করে ল স্কুলে ভর্তি হন এবং ১৯৮০ সালে স্নাত্মক পাশ করেন। তিনি চিন্তা করেছিলেন আজীবন আইন পেশায় নিজেকে নিয়োজিত রাখবেন। কিন্তু কয়েক বছর আইন পেশা চর্চা করার পর তিনি জীবনে সুখ খুঁজে পাচ্ছিলেন না। ভেতর ভেতর তিনি যেন জেলখানায় বন্দী এক কয়েদি।

তার এ বোধ বা উপলব্ধি থেকেই তার জীবনে এক সন্ধিক্ষণ এসে হাজির হয়। এ ছিল ১৯৮৫ সাল। তখন তার বয়স প্রায় ৩০ পূর্ণ এবং বিবাহিত। তিনি তার জীবনে কিছু একটা জিনিসের অভাব বোধ করছেন। তিনি এ অভাব বোধের অনুসন্ধান করতে গিয়েই নিজেকে আত্ম-উন্নয়ন ও ব্যক্তিগত উন্নয়নের নানা বই পড়ে আরম্ভ করেন। সেখান থেকে নিজেকে চিনতে পারেন এবং নিজের সুখ খুঁজে নেন। ১৯৯২ সাল থেকে তিনি পুরোদমে মোটিভেশনাল বক্তা হিসাবে কাজ করতে থাকেন।

এটিটিউড ইজ এভরিথিং তথা মনোভাবের ওপর সবকিছু নির্ভর করে - বইয়ের পর্যালোচনা পড়তে লিংকে ক্লিক করুন।

তথ্যসূত্র: এটিটিউড ইজ এভরিথিং। মূল: জেফ কেলার। অনুবাদ: ফারহা আহমেদ, শাহরিয়ার মাহমুদ ও ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২০।


ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন