উন্নয়নের নতুন এক পদ্ধতির নাম কাইযেন পদ্ধতি


কাইযেন (Kaizen - Continuous Improvement) হল জাপানি শব্দ যার অর্থ "ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন"। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত জাপানিদের উন্নয়নের অন্যতম সিঁড়ি হল এই কাইযেন পদ্ধতি। কাইযেনকে আমরা 'দলগত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের ভবিষ্যৎ ফল' বলতে পারি। ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়নের মাধ্যমে বৃহৎ উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাইযেন পদ্ধতি ব্যবহার করতে হয়।


কাইযেনের মূলমন্ত্র :

১) প্রথাগত যে কর্মকাণ্ডে আমরা অভ্যস্ত সেগুলো ঠিক কিনা তা পরীক্ষা করে নিতে হবে।
২) কাজটি করা যাবে না - এমন মনোভাব পুরোপুরিভাবে দূর করতে হবে এবং কীভাবে সমাধান করা যায় তা ভাবতে হবে।

৩) এক তরফাভাবে নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে দশজনের পরামর্শ গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধান করাই
উত্তম।
৪) যা কিছু ভুল তা এখনই সংশোধন করে ফেলুন।

৫) নিখুঁতভাবে করতে না পারলেও শতকরা ৬০ ভাগ প্রাথমিকভাবে গ্রহণযোগ্য।
৬) সমস্যায় না পড়লে সমাধানের উপায় বের হয় না।

৭) সমস্যার ঠিক কারণ অনুসন্ধান করা।
৮) তুলনামূলকভাবে যা ভালো, তাই করা এবং যা কিছু খারাপ এখনই তা বর্জন করা।

৯) চেষ্টা না করে কোন কাজ সম্পর্কে অভিযোগ বা বিরূপ মন্তব্য না করা।
১০) ক্ষুদ্র ক্ষুদ্র লাগাতার উন্নতি সাধনই দীর্ঘস্থায়ী সাফল্যের উত্তম পন্থা।


আরও পাঠ করতে দেখুন : ওয়ান স্মল স্টেপ ক্যান চেঞ্জ ইউর লাইফ (একটি ছোট্ট পদক্ষেপ আপনার জীবন বদলে দিতে পারে)। মূল : রবার্ট মৌরার (পিএইচডি)। অনুবাদ : ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০১৯।
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন