সমুদ্র দেবতা প্রোটিয়াস ছিলেন নমনীয়।

সব সময় বিনয়ী হয়ে থাকলে লোকজন বিরক্ত হয়ে পড়ে। বিনয় অবশ্যই একটি বিরল গুণ। তবে মাঝে মাঝে একটু কৌতুক করা ভালো। একটু মজা করা, একটু হাস্যরসের মধ্যে নিজেকে নিমজ্জিত করা দরকার। এতে করে এক ধরনের মানসিক অবসাদ দূর হয়। সারাক্ষণ একই রকম হয়ে থাকলে, গম্ভীর হয়ে থাকলে আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি। তাই নিজের মধ্যে একটু নমনীয়তা রাখা দরকার।


ছোট্ট একটি গল্প বলি। গল্পটি হচ্ছে গ্রিক সমুদ্র দেবতা প্রোটিয়াসকে নিয়ে। তার ক্ষমতা ছিল নিজের ইচ্ছামতো নিজেকে পরিবর্তন করার সামর্থ্য। তিনি যখন তখন নিজেকে নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন। একদিন আগামেনোনের ভাই, স্পার্টার রাজা মেনেলেআস প্রোটিয়াসকে ধরতে যায়। তখন সমুদ্র দেবতা নিজেকে প্রথমে একটি সিংহে, তারপর একটি সাপে পরিণত করে। এরপর যথাক্রমে একটি চিতাবাঘে, একটি বন্য শূকরে, একেঁবেকেঁ চলা জলতরঙ্গে এবং সবশেষে একটি বটবৃক্ষে পরিণত হয়। সমুদ্র দেবতা প্রোটিয়াস ছিলেন নমনীয়। তার মতো আমাদেরকে নিজেদের মধ্যে এই অসামান্য গুণ-নমনীয়তা সৃষ্টি করার প্রয়োজনীয়তা অনেক।

ফজলে রাব্বি
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন