সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউট বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য।
এই বইটি পুরোপুরি বাস্তবতা কেন্দ্রিক। বইটিতে বিশ্বের বড় বড় অসংখ্য লোকজনের সাফল্য যাত্রা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে; তারা কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে এবং কীভাবে সেগুলোর মোকাবিলা করেছে তাও বলা হয়েছে। এসব ঘটনাবলি থেকে নেপোলিয়ন হিল কিছু সাধারণ সূত্র আবিষ্কার করেন যা যেকোন মানুষই তার জীবনে কাজে লাগাতে পারে। আর কেউ যদি এই সূত্রগুলো তার বাস্তব জীবনে কাজে লাগায় তবে তার জীবনে আমূল পরিবর্তন ঘটবে, যা অবশ্যই ইতিবাচক।
আমার পক্ষ থেকে কিছু সর্তক বাণী : আপনার মধ্যে যদি জীবনে সাফল্য অর্জনের একটি তীব্র আকাক্সক্ষা না থাকে তবে এই বই ধরার দরকার নেই। আপনি যদি আপনার মধ্যে বিস্ময়কর পরিবর্তন দেখতে না চান তবে এই বই কেনার দরকার নেই। আপনার পক্ষেও যে সাফল্য অর্জন সম্ভব এটা যদি আপনি অন্যদের দেখাতে না চান তবে এই বই পড়ার দরকার নেই।
আপনি যখন এই বইটি পরিপূর্ণভাবে পাঠ শেষ করবেন ও বুঝবেন, তখন দেখবেন আপনি আর আগের ব্যক্তিটি নেই; এমনকি আপনি চাইলেও আর আগের মতো থাকতে পারবেন না।
সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউট বইটি কেবল অনেক চিন্তা-ভাবনার স্তুপ নয়, এটা নেপোলিয়ন হিলের ২০ বছরের গবেষণা ও সাধনার ফল। বইটি পাঠ শেষে আপনি দুইভাগে জীবন যাপন করবেন। প্রথম ভাগ হলো বই পাঠের আগের জীবন। আর দ্বিতীয় ভাগ হলো বই পাঠের পরের জীবন। আমি আমার এই পরের ভাগের জীবন অতিবাহিত করছি।
সাফল্য অর্জনের জন্য ইচ্ছাই যথেষ্ট নয়, একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে পথ বা যাত্রা সেই অভিযানে হেঁটে চলাটাই গুরুত্বপূর্ণ। আমাদের যাত্রাপথে যখন আমরা এগিয়ে যাবো তখন অনেক সমস্যারই আমরা সম্মুখীন হবো, অনেক পরিস্থিতিতে পড়ে আমরা ভয় পাবো, আমাদের মনোযোগ সরে যাবে (চলচ্চিত্র, টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা), আমরা এটা বুঝতে না পেরে আশাহত হবো; যেমনটা আমার হয়েছে।
তারপর যখন দেখবো পৃথিবীর মহান সব ব্যক্তি : থমাস আলভা এডিসন, থিওডোর রুজভেল্ট, হেনরি ফোর্ড, এন্ড্রু কার্নেগি ও জন ডি. রকফেলারের মতো প্রমুখ ব্যক্তিরাও এমন কঠিন বাধার মুখে পড়েছে এবং দেখবো যে কীভাবে তারা তাদের সমস্যার সমাধান করেছে, তখন আমরা অনুপ্রাণিত হবো, পুনরায় আশা নিয়ে বুক বাঁধবো এবং জীবনের প্রকৃত মানে খুঁজে পাবো। আসলে এই বিশ্বের প্রতিটি মানুষই সমান এবং প্রত্যেকেরই সুযোগ আছে মহৎ কোন কর্ম করে অমর হওয়ার। কেউ কারও চেয়ে কম নয়; কিন্তু তারপরেও কেন আমরা পিছিয়ে পড়ি বা ব্যর্থ হই? বইতে ঠিক এই প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছে। এমন কিছু সাধারণ সূত্রের উল্লেখ আছে যা আপনাকে অনায়াসে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।
বইটি থেকে আমরা অজস্র ভালো জিনিস শিখতে পারবো।
কীভাবে
=>অধ্যবসায় গঠন করতে হয়
=>নিজের ভেতরের ভীতি দূর করতে হয়
=>জীবনে যা চাই তা অর্জন করতে হয়
=>নির্দিষ্ট লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চেষ্টা করতে হয়
=>প্রতিটি বাধার সামনে দৃঢ় পদে দাঁড়াতে হয়
=>অলসতাকে পরাস্ত করতে হয় (আপনি যদি অলস হয়েও থাকেন তবে বইটি পাঠের পর আর কখনো পূর্বের ন্যায় অলসতা দেখাতে পারবেন না)
=>জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করবেন
=>আপনার কাজকে উপভোগ করবেন
=>ইতিবাচক মনোভাব দ্বারা ব্যর্থতার মুখোমুখি হবেন
=>জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে নিজেকে চ্যালেঞ্জ জানাবেন
=>খারাপ কিছুর সম্মুখীন হলে ইতিবাচক মনোভাব বজায় রাখবেন
=>নিজেকে সৎভাবে বিচার করবেন
=>বেঁচে থাকার আসল মানে খুঁজে পাবেন
.
.
.
.
এবং আরও অনেক কিছু
বইটি পাঠ করার পর আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তাই পাবেন : অর্থ, সুখ, ভালোবাসা, সম্মান বা অন্য যেকোন কিছু। বইয়ে যেসব উদাহরণ দেওয়া হয়েছে সেসবই বাস্তব দুনিয়া থেকে নেওয়া। এই উদাহরণসমূহ আপনাকে ভীষণভাবে উদ্দীপ্ত করবে। আর এই উদ্দীপনাই আপনাকে আপনাআপনি আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি ধাবিত করবে।
একটি ইতিবাচক আবেশ আপনাকে সর্বদা ঘিরে রাখবে। আপনি যেখানেই যান আপনার সাথে সাথে থাকবে সাফল্যের এই চেতনা। সাফল্য মানে যে অনেক বড় কিছু অর্জন করতে হবে তা নয়। আপনি ছোট ছোট কাজেও সফলতা পেতে পারেন। ধরুন সকালবেলা ঘুম থেকে ওঠা, কোন বদ অভ্যাস ত্যাগ করা বা যে মেয়েটিকে আপনি কেবল দেখেই যান কিন্তু কখনো তাকে ভালোবাসি বলার সাহস পাননি, তাকে আপনার মনের কথা বলা, এমন যেকোন কিছু।
আমি ঠিক জানি না আমি যা বলেছি তাতে আপনি কতটুকু বুঝেছেন। কিন্তু একটি কথা তো সত্য যে আমাদের জীবন মাত্র একটি। আপনি কি আপনার এই একটি জীবনকে উপভোগ করতে চান না?
আপনি যদি আপনার জীবনকে উপভোগ করতে চান বা জীবনে কিছু পেতে চান তবে এই বই আপনাকে সেই দিকেই পরিচালিত করবে। আপনি এই বইকে আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজে লাগাতে পারেন। আপনি জীবনে সুখী হন এবং সফলতা লাভ করেন এই কামনায় শেষ করছি।
-ফজলে রাব্বি
বইয়ের শিরোনাম : সাকসেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউট (Success
Through A Positive Mental Attitude)
মূল লেখক : নেপোলিয়ন হিল ও ডব্লিউ. ক্লেমেন্ট স্টোন
অনুবাদ : ফজলে রাব্বি
প্রকাশনী : সাফল্য প্রকাশনী
প্রথম প্রকাশ : কার্তিক ১৪২৪ / অক্টোবর ২০১৭
দাম : তিনশত ষাট টাকা (৳৩৬০)