রবিবার, ৭ আগস্ট, ২০১৬

অনুপ্রেরণার প্রতীক - ভুজিসিক নিক।




ভুজিসিক নিকের সবই আছে, খালি তিনটি হাত আর দুইটি পা নাই। তৃতীয় হাত বুঝেছেন তো? সবচেয়ে বড় হাত, অজুহাত।

উনি শামুকের মত শরীর বাকিয়ে চলাফেরা করেন। তারমানে, মাথা প্রথমে মেঝেতে ঠেকান, তারপর শরীরকে ভাঁজ করে সামনে এগোন।

পা না থাকলেও আল্লাহ তার শরীরের এক কোণা দিয়ে দুইটি আঙ্গুল বের করে দিয়েছেন। উনি দুই আঙ্গুল দিয়ে মিনিটে ৪৭টি শব্দ টাইপ করতে পারেন।

উনি এই দুই আঙ্গুল নিয়ে দুইবার স্নাতক পাশ করেছেন। ফাইনান্সিয়াল প্লানিং ও অ্যাকাউন্টিং। আমরা অনেকে অবশ্য দুইবার জন্ম নিয়েও দুইবার স্নাতক করার কথা চিন্তা করতেও পারি না।

উনি একজন অনুপ্রেরণার বক্তা। ৫৩ বার প্রত্যাখ্যান হওয়ার পর উনি প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পান। বক্তৃতার মঞ্চে প্রতিবন্ধী লোককে উঠতে দেখে ১০০০ জন শ্রোতার মধ্য থেকে ৯৯০ জন উঠে চলে যান।

ঐদিন কেবল মাত্র ১০ জন শ্রোতা অবশিষ্ট ছিলেন। কিন্তু উনি এখন পর্যন্ত, ৩০ লক্ষেরও অধিক লোককে অনুপ্রাণিত করেছেন।

উনি প্রেম করে বিয়ে করেছেন। উনার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিলো, "আপনার ছেলে-মেয়ে হলে তাদেরও যদি হাত পা না থাকে, তাহলে কি হবে।" উনি উত্তরে বলেছিলেন, "আমি তাকে আরেকটি ভুজিসিক নিক বানাবো।"

উনার নাম গ্রিনিচ বুক অফ ওয়ার্ডে উঠেছে কারণ উনি এক ঘন্টায় ১৮০০ লোককে বুকে জড়িয়েছেন এই জন্যে।

আমরা কত অসহায়। ভয়, আলসেমি, অজুহাতই আমাদের শেষ করে দিলো। জন্ম একবার হয়েছে, মৃত্যুও একবার হবে। দুর্বলদের মতন বারবার মরার মধ্যে বাড়তি নেকির কোন ব্যবস্থা নাই।

স্বামী বিবেকানন্দের কথা দিয়ে শেষ করছি। তিনি বলেছেন : "মৃত্যু যখন এত নিশ্চিত, তখন একটি মহান উদ্দেশ্যের জন্য জীবনপাত করার চেয়ে আর বড় জিনিস কিছু নেই।"

তথ্য সহযোগিতায় : আবেদ নিয়াজ, Corporate Ask এর প্রধান কার্যনির্বাহী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন