শনিবার, ১৩ জুন, ২০১৫

আমাদের ভিতরগত উপহারগুলোই আমাদের সাফল্য অর্জনে যথেষ্ট।


কোন ব্যাপারই না আমরা যেই হই, যেখানেই আমরা বাস করি, আমরা যেমনই দেখতে হই, আমাদের জন্মের পরিস্থিতিগুলো বা অবস্থাগুলো যেগুলোর আমরা মুখোমুখি হই; আমাদের মধ্যে প্রত্যেকের ভিতরেই আমাদের উপহারগুলো রয়েছে। বল, সৌন্দর্য, সাহস, দয়া, আশা, আনন্দ, মেধা, কল্পনা, নিষ্ঠা, বিজ্ঞতা, ভালোবাসা এবং আস্থা রয়েছে এই উপহারগুলোর ভিতরে।

এগুলো বস্তুগত উপহারের মতন নয় যে আমরা ভাঁজ খুলবো এবং আমাদের হাতগুলোতে ধরবো। আমাদের চোখগুলো দিয়ে আমরা এই উপহারগুলো দেখতে পাই না। কিন্তু তারা বাস্তব এবং ক্ষমতাশালী। যখন আমরা নিজেদেরকে এগুলোর সামনে মেলে ধরি, তারা আমাদের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গিকে ধনী বা সমৃদ্ধশালী করতে সক্ষম।

তারা আমাদের সাহায্য করতে পারে প্রতিদ্বন্দ্বীতাগুলোকে সুযোগে রূপান্তর করতে এবং বিয়োগান্তক ঘটনাগুলোকে বিজয়োৎসবে পরিণত করতে। তারা আমাদের সাহায্য করতে পারে বিশ্বে একটি পার্থক্য তৈরী করতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন