The Almanack Of Naval Ravikant: A Guide to Wealth and HappinessBook by Eric Jorgenson. বুক রিভিউ

#বই 
৩৩। The Almanack Of Naval Ravikant: A Guide to Wealth and Happiness
Book by Eric Jorgenson. বুক রিভিউ:

নাভাল রবিকান্তের দিনলিপি (The Almanack Of Naval Ravikant by Eric Jorgenson) থেকে ১০টি শিক্ষা:

১। Easy choices, hard life. Hard choices, easy life. জীবনে যদি সহজ কাজ আগে করেন, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সহজ জিনিসগুলো বেছে নেন, তবে পরবর্তী সময় কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে। আর যদি কঠিন কাজ বেছে নেন, তবে জীবন সহজ ও সুন্দর হয়ে উঠবে।
২। একটি কাজ যত বেশি একটি নির্দিষ্ট উপায় করতে যাবে, তত দেখবে৷ তুমি প্রকৃত সত্য থেকে দূরে সরে যাচ্ছে। কারণ নির্দিষ্ট উপায়ে কাজ করার চিন্তায় বাস্তবতা দেখবে না। 

৩। যদি তোমার জীবনে অন্তত একজন থাকে যে তোমাকে নিঃশর্তভাবে ভালোবাসে তবে তোমার আর কিছু না থাকলেও তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 

-- একজন সুখী মানুষ মানে এই নয় যে সে সবসময় খুশি থাকবে ব্যাপারটা তা না; বরং সুখী মানুষ হচ্ছে যে তার সাথে ঘটে যাওয়া ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করে যে তার মানসিক শান্তি বিনষ্ট হয় না। 
৪। দুশ্চিন্তা হচ্ছে তোমার যা হওয়া উচিত বলে তুমি মনে করো এবং এ নিয়ে অতিরিক্ত চিন্তা করা। আর রিলাক্স করা মানে তুমি যা তাই নিয়ে সন্তুষ্ট থাকা। 

৫। অকৃত্রিমতা এবং নির্ভেজালত্ব দিয়ে প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে যাও।

৬। তুমি আমার যত ঘনিষ্ঠ হতে চাইবে তত বেশি আমি তোমার মূল্যবোধগুলো দেখতে চাইব।
৭। তোমার সময় না দিয়ে মনমস্তিষ্ক দিয়ে আয় করার চেষ্টা করো। 

৮। তুমি যা চাও তা করা খুব কঠিন কিছু নয়। তারচেয়ে বেশি কঠিন তুমি কী চাও তা জানা। 

৯। বিক্রি করা শেখো। নতুন কিছু তৈরি করা শেখো। আর তুমি যদি দুটোই করতে পারো তবে তো কেল্লাফতে।

১০। স্মৃতি এবং আইডেন্টিটি (আত্মপরিচয়) হচ্ছে বর্তমানে মুক্তভাবে বাঁচার পথে অন্যতম বাধা। এগুলো অতীতের জিনিস। কিন্তু অতীতের স্মৃতি এবং আত্মপরিচয়ই আমাদেরকে আমাদের বর্তমান সময়কে উপভোগ করতে বাধা দেয়। 
©ফজলে রাব্বি

আরও বুক রিভিউ পড়তে ক্লিক করুন: https://thikdarona.blogspot.com/
ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন