বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

উন্নত বিশ্বের উন্নয়নের কারণ কী?


"যে খ্রিস্টান জাতিগুলো অতীতে মুসলিম দেশগুলোর তুলনায় এত দুর্বল ছিল তারা আধুনিক সময়ে এত ভূখণ্ডে আধিপত্য বিস্তার করতে শুরু করে যে তা অবাক করার বিষয়। এমনকি একবার বিজয়ী অটোমান সেনাবাহিনীকেও পরাজিত করে। এর কারণ কী?... কারণ তাদের আইনকানুন এবং নিয়ম রয়েছে যা রিজন তথা যুক্তি থেকে উদ্ভাবিত।" - ইব্রাহিম মুতেফেরিকা (1674–1745), অটোমান অর্থনীতিবিদ এবং কূটনীতিক (Ibrahim Muteferrika)


পাশ্চাত্যের উন্নতির পিছনে ৬টি কারণ বলে বক্তা উল্লেখ করেছেন:
১। প্রতিযোগিতা (Competition)
২। বৈজ্ঞানিক বিপ্লব (The Scientific Revolution)
৩। সম্পত্তি আইন (Property rights)
৪। আধুনিক চিকিৎসা বিজ্ঞান (Mordern medicine)
৫। ভোক্তা সমাজ (The consumer society)
৬। কর্মনীতি (The work ethic)

তথ্যসূত্র: (টেড টক থেকে নেওয়া)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন