মহান নেতৃত্ব কোন রহস্য নয়; বরং এটা এক ধরনের দক্ষতা যা শেখা যায়।
আপনার জীবনজুড়ে আপনি অন্যদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং দক্ষতা দেখেছেন। একে চিনতে পেরেছেন। লেখক ব্রায়ান ট্রেসি সেই অবর্ণনীয়, কিন্তু আকর্ষণীয় দক্ষতাকেই লিডারশিপ বইয়ে তুলে ধরেছেন।
নেতা কে? নেতা এমন এক ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করেন, অনুসরণ করেন এবং তার কাছ শেখে অনেক কিছু শেখেন। নেতৃত্বের গুণাবলি সবাই মাঝেই বিদ্যমান। আপনার দরকার কেবল একে জাগিয়ে তোলা। আপনার ভেতরের সেই গুণাবলিকে অনুপ্রাণিত করা, উদ্দীপ্ত করা। বলতে গেলে ঝাঁকি দেওয়া। যাতে করে আপনিও অন্য সব মহান নেতাদের মতো করে নেতৃত্ব দিতে পারেন।
সবসময় মনে রাখবেন, আপনি পারবেন। আপনার পক্ষে সম্ভব। আজকে আপনি যাদেরকে মহান ও শ্রেষ্ঠ ব্যক্তি বলে দেখছেন তারা একদিনে এই উচ্চতায় এসে পৌঁছাননি। তারা আপনার মতো অবস্থা থেকেই শুরু করেছিলেন। কিন্তু তাদের মনে সেই আত্মবিশ্বাস ছিল যে তারা একদিন আজকের এই সফল অবস্থায় পৌঁছাবেন। ঠিক এমন আত্মবিশ্বাস নিজের মধ্যে গড়ে তুলুন। সেই আত্মবিশ্বাস গড়ে তুলতেই পড়ুন ব্রায়ান ট্রেসি রচিত অসামান্য গ্রন্থ “লিডারশিপ”।
সাফল্য বিশেষজ্ঞ ব্রায়ান ট্রেসি বহু বছর বিশ্বের সফল সব নেতাদের পর্যবেক্ষণ করে এই বই রচনা করেছেন। এ বইয়ে পাবেন:
– নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার কৌশল
– অন্যদের মধ্যে উদ্দীপনা এবং বিশ্বস্ততা গড়ে তোলার উপায়
– আপনার সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণের পন্থা
– অন্যদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ গড়ে তোলা যাতে করে আপনার স্বপ্ন পূরণে তারা স্বপ্রণোদিত হয়ে সহযোগিতা করে
– আপনার লক্ষ্য এবং লক্ষ্য পূরণের পরিকল্পনা স্পষ্ট করার পদ্ধতি
– বিক্রয় বৃদ্ধির আইডিয়া
– বিজয়ী দল তৈরির দিকনির্দেশনা
– সাধারণ মানুষের মধ্য থেকে অসাধারণ কাজ হাসিলের অভিনব কায়দা
– এমন এক ব্যক্তি হয়ে ওঠা যিনি সংগঠনকে নেতৃত্ব দিতে যোগ্য এবং সক্ষম
আর এ ধরনের মিথ্যা বক্তব্যে বিশ্বাস করবেন না যে নেতৃত্ব কেবল জন্মগত এক ব্যাপার। “রাজার ছেলে রাজা হবে। তেমন নেতার ছেলে নেতা হবে।” – এসব কথায় বিশ্বাস করবেন না। সামান্য কিছু লোক জন্মগতভাবে নেতৃত্বের মেধাসম্পন্ন হতে পারে। কিন্তু তাদেরকেও পরবর্তীতে নেতৃত্বের সব গুণ বিকশিত করতে কঠোর পরিশ্রম ও চর্চার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই আজই লিডারশিপ বইয়ের ব্যবহারিক ও প্রমাণিত পদ্ধতিগুলো নিজের জীবনে প্রয়োগ করুন এবং একজন অপ্রতিরোধ্য নেতা হয়ে সমাজ ও দেশকে নেতৃত্ব দিন।
”লিডারশিপ” লেখক ব্রায়ান ট্রেসি” বইয়ের সূচি:
ভূমিকা – ৯
অধ্যায় এক – নেতা হয়ে কেউ জন্ম নেয় না, নেতা হিসাবে নিজেকে গড়ে তুলতে হয় – ১১
অধ্যায় দুই – একটি উদ্দেশ্য পূরণের তাগিদ – ১৬
অধ্যায় তিন – উদ্যোগী – ২২
অধ্যায় চার – সাহসিকতার গুণমান – ২৭
অধ্যায় পাঁচ – দক্ষ পরিকল্পনাকারী হিসাবে নেতা – ৩১
অধ্যায় ছয় – উৎসাহ প্রদান এবং উদ্বুদ্ধকরণের ক্ষমতা – ৩৬
অধ্যায় সাত – জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হোন – ৪৩
অধ্যায় আট – যোগাযোগকারী হিসাবে নেতার ভূমিকা – ৪৭
অধ্যায় নয় – প্রতিকূল পরিবেশ থেকে শিখুন – ৫২
অধ্যায় দশ – একটি বিজয়ী দল গঠন করুন – ৫৬
অধ্যায় এগারো – ফলাফলের দিকে নজর দিন – ৬০
অধ্যায় বারো – নেতৃত্ব দেওয়ার আকাক্সক্ষা – ৬৪
অধ্যায় তেরো – নেতৃত্বের জন্য আত্মমর্যাদাবোধের ভূমিকা – ৬৯
অধ্যায় চৌদ্দ – উদাহরণের সাহায্যে নেতৃত্ব দিন – ৭৪
অধ্যায় পনেরো – নেতারা নিজেরাই নিজেদের প্রেরণা – ৭৯
অধ্যায় ষোলো – নেতৃত্বের গুণাবলির উন্নতি সাধন করুন – ৮২
অধ্যায় সতেরো – সহযোগিতার মধ্যেই আসল শক্তি – ৮৭
অধ্যায় আঠারো – ঐকমত্যের ভিত্তিতে নেতৃত্ব প্রদান – ৯৩
অধ্যায় উনিশ – নেতারা ভালো শ্রোতা – ৯৮
অধ্যায় বিশ – একজন নেতার মতো বাঁচুন – ১০১
অধ্যায় একুশ – সততা, ন্যায়পরায়ণতা হচ্ছে নেতৃত্বের সবচেয়ে প্রয়োজনীয় গুণ – ১০৬
ব্যক্তিগত উন্নয়নে অন্যান্য বইয়ের তালিকা – ১১১
বই অর্ডার করতে ক্লিক করুন: https://saphollo.com/