ভষ্যিতের পরিকল্পনা করুন স্মার্টভাবে

 

ছবিসূত্র: https://english8blog.wordpress.com/2014/02/12/317/

ভবিষ্যতের চিন্তা করুন

দাবা খেলায় থাকে অনেক ঘুটি এবং অসংখ্য চাল। এ খেলায় জেতার সম্ভাবনা নির্ভর করে আপনি প্রতিপক্ষের চাল কতটা নিখুঁতভাবে অনুমান করতে পারছেন তার ওপর। জীবন অনেকটা দাবা খেলার মতো। এখানে আপনার সাফল্য নির্ভর করে আপনার ‘খেলায় পারদর্শিতা’ এবং সঠিক চাল চালতে পারার দক্ষতার ওপর।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ড. এডয়ার্ড ব্যানফিল্ড পঞ্চাশ বছর ধরে আমেরিকাসহ বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের ওপর গবেষণা করেছেন। তিনি জানতে চেয়েছিলেন কেন কিছু মানুষ ও পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে নিম্ন আর্থসামাজিক অবস্থান থেকে উচ্চ আর্থসামাজিক অবস্থানে উঠেই চলেছে। এদের অনেকেই শ্রমিক হিসাবে কাজ শুরু করে পরবর্তীতে অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। কেন অল্পসংখ্যক মানুষই এমনটা করতে সক্ষম হয়েছে, কিন্তু অন্যরা নয়?

এখন ২০১৫ সালে, শুধু আমেরিকাতেই দশলাখের বেশি লাখপতি পাওয়া গেছে [দশ লাখ ডলারের মালিক, বাংলাদেশি টাকায় ৮.৫ কোটি টাকার মতো] এবং এদের অধিকাংশই স্ব-প্রতিষ্ঠিত। অর্থাৎ তারা খুব অল্প থেকে শুরু করে একজীবনে মিলিয়ন-ডলার আয় করেছে। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকা অনুযায়ী (মার্চ, ২০১৫) পৃথিবীতে বিলিওনেয়ারের সংখ্যা ১,৮২৬ [বিলিওনেয়ার মানে ১০০ কোটি ডলারের মালিক, বাংলাদেশি টাকায় ৮ হাজার ৫০০ কোটি টাকার মতো]। যাদের মাঝে নতুন ২৯০ জন ২০১৫ সালেই এই তালিয়ায় স্থান পেয়েছে। এদের মাঝে ৬৬% বিলিওনেয়ারই প্রথম প্রজন্মের, স্ব- প্রতিষ্ঠিত ব্যক্তি। তারা শূন্য থেকে শুরু করে এক জীবনেই এ সংখ্যা স্পর্শ করতে পেরেছে। এ সবই সম্ভব হয়েছে, কারণ তারা ভবিষ্যতের পরিকল্পনা করেছে স্মার্টভাবে। আপনিও স্মার্টভাবে আপনার ভবিষ্যত সময়কে পরিকল্পনা করুন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করুন।

তথ্যসূত্র: গেট স্মার্ট। মূল: ব্রায়ান ট্রেসি। অনুবাদ: ফারহা আহমেদ। সম্পাদনা: ফজলে রাব্বি। ঢাকা, সাফল্য প্রকাশনী, ২০২১।

ফজলে রাব্বি (Fazle Rabbi)

আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণামূলক বই প্রকাশ করা। saphollo.com

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন