কোনো শীর্ষক নেই

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১০টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২৮৬ থেকে ২৯৫।

নেতৃত্ব বিষয়ক উক্তি :


২৮৬। অঙ্গীকার রক্ষা করুন এবং এতে অটল থাকুন। ঐ লোক হন যাকে অন্যরা বিশ্বাস করে। - রয় টি বেন্নেট

২৮৭। আমি ঐ লোককে বিশ্বাস করি না, যে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় তবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। - রবার্ট ই লি

২৮৮। যদি আপনার কর্ম অন্যদের অনুপ্রেরণা দেয়- স্বপ্ন দেখতে, শিখতে, কাজ করতেন এবং নিজে যা চায় তা হতে, তাহলে আপনিই নেতা। - জন কুইন্সি অ্যাডামস

২৮৯। নেতা হিসেবে আপনার প্রথম এবং সর্বপ্রথম দায়িত্ব হল- নিজের কর্মশক্তি বৃদ্ধি করা। এরপর আপনার আশেপাশে যারা আছে তাদের মধ্যে আপনার কর্মশক্তি সমন্বয় করা। - পিটার ড্রুকার



২৯০। একজন নেতার উচিত কাজের মাধ্যমে তাঁর চিন্তা ও মতামত প্রকাশ/প্রদর্শন করা, শুধু কথা দিয়ে নয়। - জ্যাক ওয়েদারফোর্ড

২৯১। আপনাকে তো চিন্তা করে কোনো না কোনো উপায় বের করতেই হবে, তবে কেন বড় চিন্তা করবেন না? - ডোনাল্ড ট্রাম্প

২৯২। যে ব্যক্তি সব কিছু নিজে নিজে করতে চায় বা সবকিছুর কৃতিত্ব নিজে দাবি করে সে কখনো নেতা হিসেবে মহান হতে পারে না।- এন্ড্রু কার্নেগি


২৯৩। কেবল সমস্যা খুঁজে বেড়াবেন না, পারলে সমাধান খুঁজেন। - হেনরি ফোর্ড

২৯৪। আমার মনে হয় একসময় নেতৃত্বের মানে ছিল বলপ্রয়োগ, কিন্তু আজকে নেতৃত্বের মানে হচ্ছে মানুষের সাথে এক হয়ে কাজ করা। - মহাত্মা গান্ধী

২৯৫। আপনি যদি অন্যদের মধ্যে শটগুন দেখতে চান তবে তা আগে নিজের মধ্যে তৈরি করুন। এমনভাবে কাজ করুন যেন এসব গুণাবলি আপনার মধ্যে বিদ্যমান। - উইলিয়াম জেমস
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন