কোনো শীর্ষক নেই

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ২০টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ৩৫৬ থেকে ৩৭৫।

 উদ্যোগ বিষয়ক উক্তি :


৩৫৬। আমার বিশ্বাস, উন্নতির জন্য আপনার তিনটি উপাদান প্রয়োজন - প্রতিভা, উদ্দেশ্য এবং উদ্যোগ। - আঙ্কিত পাটনি

৩৫৭। আপনার সাফল্য অর্জন আপনারই দায়িত্ব। উদ্যোগ নিন, কাজ করুন এবং শেষ পর্যন্ত লেগে থাকুন। - লোরি মায়ারস

৩৫৮। আবিষ্কার ও উদ্যোগের মাধ্যমে আমাদের পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ আছে । - সামেহ এলসেদ

৩৫৯। আপনি যা করছেন তা যদি বিশ্বাস করেন এবং চিন্তা করে উদ্যোগ নেন, আপনি চমৎকার ব্যবধান তৈরি করবেন। - স্যামুয়েল ড্যাশ

৩৬০। সফল ব্যক্তিরা নিজ থেকে উদ্যোগ নেয়, যাত্রা শুরু করার আগেই তারা জানে তারা কোথায় যাচ্ছে। - নেপোলিয়ন হিল


৩৬১। বিদ্যালয় শিক্ষার বাইরে আপনি যখন নিজ থেকে শেখার উদ্যোগ নেন তখন থেকেই আপনার শিক্ষা আরম্ভ হয়। - জন টেইলর গেটো

৩৬২। উদ্যোগ নেওয়া মানে আত্মক্ষমতায়ন করা। - স্টিফেন কভে

৩৬৩। সঠিক কাজটি কারো বলার অপেক্ষা না করেই করাটাই উদ্যোগ। - ভিক্টর হুগো

৩৬৪। যদি সুযোগ কড়া না নাড়ে তবে নিজেই দরজা তৈরি করুন। - মিল্টন বারলে

৩৬৫। উদ্যোগ সত্যি সত্যিই খুব কঠিন কাজ, যেটা নেতারা করে থাকেন। তারা এমন কিছু দেখতে পারেন যা অন্যরা দেখেন না এবং ঝাপিয়ে পড়ে কাজ শুরু করেন। - সেথ গডিন

৩৬৬। অপেশাদাররা ব্যাংক ডাকাতির উদ্যোগ নেন এবং সত্যিকারের পেশাদাররা ব্যাংক প্রতিষ্ঠা করেন। - বের্টোল্ট ব্রেশট

৩৬৭। আইডিয়া অনেক সহজলভ্য হয়, তা প্রয়োগ করায় ভীষণ কঠিন কাজ। - গাই কাওয়াসাকি

৩৬৮। লক্ষ্যের দিকে ছুটতে হবে, অর্থে দিকে নয়। লক্ষ্য দৌড়ালে অর্থ এমনিই আপনার পিছনে ছুটবে। - টনি হেসির

৩৬৯।জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও। - জর্জ পিরি

.৩৭০। আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোন বাধাই মানুষকে থামাতে পারেনা। - জেন স্মাইলি

৩৭১। বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়ই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে। - বিল গেটস

৩৭২। উদ্যোগ নেয়ার মাধ্যমে সাফল্যের আরম্ভ ঘটে‌। এরপর তা অধ্যবসায়ের সাথে অনুসরণ করে যেতে হয়। - টনি রবিনস

৩৭৩। উদ্যোগ হচ্ছে কেউ না বললেও ঠিক কাজ করে দেখান। - ভিক্টর হুগো

৩৭৪। আকাশ থেকে আপনাআপনি গোলাপ ফুল ঝরে পড়বে না, আমরা যদি আরো গোলাপ ফুল দেখতে চাই তবে আমাদেরকে অবশ্যই বেশি বেশি গোলাপ গাছ লাগাতে হবে। - জর্জ এলিয়ট

৩৭৫। অনেক মানুষই নিজ থেকে উদ্যোগ নেয় না। কারণ কেউ তাদেরকে উদ্যোগ নিতে বলেনি। - ব্যাংকসি

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন