সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

আপনার ইতিবাচক মনকে অনুপ্রেরণা দিতে ১৫টি উক্তি। অনুপ্রেরণামূলক উক্তি নম্বর ২২৬ থেকে ২৪০।

পরিবর্তন বিষয়ক উক্তি :

২২৬। আমরা যে পৃথিবী তৈরি করেছি তা আমাদের চিন্তার বৃত্তের ফলাফল। এর পরিবর্তন সম্ভব নয় আমাদের চিন্তার পরিবর্তন ব্যতীত। - আলবার্ট আইনস্টাইন

২২৭। আমি গতকাল চতুর ছিলাম, তাই আমি পৃথিবী কে পরিবর্তন করতে চেয়েছি। আজ আমি বিজ্ঞ, তাই আমি নিজেকে পরিবর্তন করছি। - রুমি

২২৮। এটা এমন নয় যে কিছু লোকের ইচ্ছা শক্তি আছে অন্যদের নেই। এটা এমন যে কিছু লোক নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত অন্যরা নয়। - জেমস গর্ডন

২২৯। এক রাতেই আপনি আপনার গন্তব্য পরিবর্তন করতে পারবেন না। তবে আপনি আপনার নির্দেশনা পরিবর্তন করতে পারেন। - জিম রন

২৩০। উন্নতি কষ্টসাধ্য। পরিবর্তন বেদনাময়, তবে একই জায়গায় আটকে থাকা যেখানে আপনি থাকতে চান না - এটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। - ম্যান্ডি হালে

২৩১। যদি কোন লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবে লক্ষ্য বদল করবে না, তার পরিবর্তে কৌশল বদলে ফেল। - কনফুসিয়াস

২৩২। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সে সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে।- পাওলো কোয়েলহো

২৩৩। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। - অজানা বক্তা


২৩৪। ধৈর্যের মাস্টার মানে বাকি সব কিছুর মাস্টার। - জর্জ স্যাভিল


২৩৫। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। - প্লুটার্ক


২৩৬। আমরা যদি অন্য কারো অপেক্ষায় বসে থাকি অথবা অন্য কোন সময়ের অপেক্ষায় ধৈর্য ধরি তাতে কোনো পরিবর্তন ঘটবে না, আমরাই সেই লোক যাদের অপেক্ষা যুগ যুগ ধরে করা হচ্ছে আমরা যা খুঁজি সেই পরিবর্তন একমাত্র আমরাই আনতে পারি। - বারাক ওবামা


২৩৭। আপনি যদি কিছু অপছন্দ করেন তা বদলে ফেলুন। আপনি যদি তা করতে না পারেন তবে আপনার মনোভাব পরিবর্তন করুন। - মায়া অ্যাঞ্জেলু


২৩৮। তুমি বিশ্বে যে পরিবর্তন দেখতে চাও তা আগে নিজের মধ্যে ঘটাও। - মহাত্মা গান্ধী


২৩৯। সময়ের সাথে সাথে মানুষ বুড়ো হয়, কিন্তু সময়ের সাথে পরিবর্তন ঘটে না। পরিবর্তন ঘটে প্রতিনিয়ত সংগ্রাম করার ফলে। তাই আমাদের উচিত আমাদের মেরুদন্ড সোজা করে দাঁড়ানো এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা। তোমার পিঠ যদি বাঁকা না হয় তবে কেউ তোমার পিঠে চড়তে পারবে না। - মার্টিন লুথার কিং জুনিয়র


২৪০। যেখানে কোন সংগ্রাম নেই, সেখানে কোন উন্নতি নেই। - ফ্রেডরিক ডগলাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন