প্রথমত এবং একটি সময় পর্যন্ত সবচেয়ে বড় কৃতিত্বপূর্ণ কাজ হচ্ছে একটি স্বপ্ন। বিশাল বটবৃক্ষ লুকিয়ে থাকে একটি ছোট্ট বীজের ভিতর, ডিমের ভিতর অপেক্ষা করে আকাশে উড়ে চলা এক পাখি এবং মানুষের মহত্ত্ব ও বিশালতা লুকিয়ে থাকে তার আত্মায়। স্বপ্ন হচ্ছে বাস্তবতার চারাগাছ।